ফুটব্রিজ ভেঙে দুর্ঘটনা, আহত বহু

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৯:২৯ পিএম

রেলওয়ে স্টেশনের কাছে ফুটওভার ব্রিজ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজনের আহত হয়েছেন। ঘটনার সময় ব্রিজের নীচে অনেক গাড়ি ছিলো।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ভারতের মুম্বইয়ের সিএসটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন এই ব্রিজটি ভেঙে পড়ে, সেই সময় এই এলাকায় একাধিক মানুষ দাঁড়িয়ে ছিলেন। তারা মুহূর্তের এ ঘটনায় স্থান ত্যাগ করার মতো পর্যাপ্ত সময় পাননি৷ আহতদের উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

জানা যায়, এই ব্রিজ আজাদ ময়দানের সঙ্গে ব্যস্ত স্টেশন ছত্রপতি শিবাজী টার্মিনাসকে যুক্ত করে৷ প্ল্যাটফর্ম ১ বিটি লেনের কাছে ব্রিজটি ভেঙে পড়ে৷

এর আগে ২৯শে সেপ্টেম্বর ২০১৭ সালে মুম্বাইয়ের প্রভাদেবী রেলওয়ে স্টেশনে ফুটওভার ব্রিজের উপর হুড়োহুড়িতে ২৩ জন পদপিষ্ট হয়ে মারা যান৷ আহত হন ৫০ জন৷

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: