মসজিদে সন্ত্রাসী হামলা, মৃত্যুর অভিনয় করেছিলেন মাসুম

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৩:৫০ পিএম

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন কিশোরগঞ্জের কটিয়াদীর ওমর জাহিদ মাসুম নামের এক যুবক। শুক্রবার (১৫ মার্চ) মসজিদ আল নূরে নামাজ আদায় করতে গিয়ে বন্দুকধারীর হামলার মুখে পড়েন মাসুম।

তবে রক্তাক্ত মানুষের স্তুপে মৃতের অভিনয় করে পড়ে থাকেন তিনি। এভাবে দীর্ঘক্ষণ পড়ে থাকার পর পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেও হামলার ভয়াবহতা ও নৃশংসতায় বারবার আঁতকে উঠছেন তিনি। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়েও ভাগ্যই বাঁচিয়ে দিয়েছে মাসুমকে। হাসপাতালে চিকিৎসা শেষে এখন বাসায় অবস্থান করছেন মাসুম।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টার্চে আল নূর মসজিদ ও লিনউড মসজিদে খ্রিস্টান বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত ৪৯ জনের নিহতের তথ্য দিয়েছে দেশটি। এরমধ্যে তিন বাংলাদেশিও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। যার মধ্যে বাংলাদেশি রয়েছেন অন্তত ৮ জন।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: