মুসলমান হামলা করলে সন্ত্রাস আর শ্বেতাঙ্গ করলে গণহত্যা!

প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৪:২৭ পিএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টার্চে আল নূর মসজিদ ও লিনউড মসজিদে খ্রিস্টান বন্দুকধারীর নৃশংস হামলায় ঝড়ে গেছে ৪৯ জনের তাজা প্রাণ। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। তাদের মধ্যে মুমূর্ষু অবস্থায় রয়েছেন ১০ জন, যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে।

এ কেমন বর্বরতা? ধর্মমীয় কাজে অর্থাৎ মানুষ তার ধর্ম বিশ্বাসে নিয়জিত, দুর্ভাগ্য আমাদের! নামাজরত অবস্থায় মুসলিমদের ওপর শ্বেতাঙ্গ বন্দুকধারী যুবকের এ হামলা স্মরণকালের সবচেয়ে বড় ধর্মীয় বিদ্বেষমূলক ও বর্বরোচিত হামলা যা বিশ্বের সকল সরকার প্রধান ও সাধারণ মানুষের বক্তব্য।

এ ঘটনায় নিন্দার ঝড় বইছে সর্বত্র। হামলার নিন্দা অব্যাহত রয়েছে। এই তালিকায় এবার নাম লেখালেন বাংলাদেশের অন্যতম নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীও। তিনি নৃশংস এ হামলাকে পশ্চিমা গণমাধ্যম সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ না করতে চাওয়ার নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘যখন একজন খ্রিস্টান শ্বেতাঙ্গ অধিপত্যবাদী মসজিদে মানুষ হত্যা করে, তখন পশ্চিমা গণমাধ্যম সেটিকে ‘গণহত্যা’ বলে প্রচার করে। কিন্তু যখন কোনো মুসলিম হামলা করে এবং মানুষ হত্যা করে, তখন একে প্রচার করা হয় ‘সন্ত্রাসবাদ’ হিসেবে।’

পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করে ফারুকী আরও লিখেন, ‘প্রিয় পশ্চিমা মিডিয়া, আপনারা কবে এই দুটি বিষয়কেই সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেবেন? আপনারা কি কখনো ভেবে দেখেছেন, আপনাদের এই পক্ষপাতিত্ব বিশ্বব্যাপী ঘৃণা বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে?’

&dquote;&dquote;
এর পর তিনি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন, ‘দেখে ভালো লাগছে কিছু পশ্চিমা মিডিয়া ও রাজনৈতিক নেতারা একে একটি সন্ত্রাসী হামলা বলতে শুরু করেছে। যদিও তা কয়েক ঘণ্টা পরে! আর দেরি না করা উত্তম। অন্যদের তা অনুসরণ করা উচিত।’

বিডি২৪লাইভ/এসবি/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: