মাংসে লবণ কম হওয়ায় বর পক্ষ-কনে পক্ষের সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১০:৪৫ এএম

রংপুরে বিয়েবাড়িতে রান্না করা গরুর মাংসে লবণ কম হওয়া নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে সদর উপজেলার হরিনারচর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, শনিবার (১৬ মার্চ) দুপুর রংপুর সদরের হরিনারচর গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা হান্নান মৃধার ছেলে জান্নাতুল মৃধার সঙ্গে ওহিদ মিয়ার মেয়ে রিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের দিন বর পক্ষ এলে তাদের খেতে দিলে গরুর মাংসে লবণ কম হওয়ায় হাতাহাতির ঘটনা ঘটে।

মঙ্গলবার কনে পক্ষ ছেলের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠানে গেলে সেখানে বরের আত্মীয় শাহ আলম কনে পক্ষের আত্মীয় টিটুকে মারধর করে। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে বর পক্ষের ১৪ জন এবং কনে পক্ষের ৬ জন আহত হয়।

এ ঘটনা নিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: