এক কবুতরের দাম ১২ কোটি!

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০৮:৩৩ এএম

কথায় আছে শখের জিনিষ লাখ টাকা। কবুতর পালতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। কবুতরকে শান্তির প্রতিকও বলা হয়ে থাকে। একটা কবুতরের দাম কত হতে পারে? পাঠক বেলজিয়ামের একটি কবুতরের দাম উঠেছে সাড়ে ১২ লাখ ইউরো বা ১২ কোটি টাকা।

অবিশ্বাস হলেও এটাই সত্য। আর ওই কবুতরটির নাম দেয়া হয়েছে আর্মান্দো।

অনলাইনে পায়রাটি নিলামে তোলা হলে কবুতরটি কিনেছেন চীনের নাগরিক। কিন্তু প্রশ্ন থাকে এই কবুতরটির দাম এত কেন?

মূলকথা হচ্ছে, এই কবুতরটি দীর্ঘ দূরত্ব পাড়ি দেয়ার জন্য সক্ষম। এই ধরনের কবুতরকে ‘রেসার’ কবুতর বলা হয়ে থাকে। 

অনলাইনে নিলাম শুরু হওয়ার পর এই কবুতর দাম দ্রুতই বেড়ে যায়। রেকর্ড দামে বিক্রি হওয়া কবুতরটির বর্তমান বয়স পাঁচ বছর। সাধারণত এই বয়সে পৌঁছে এই জাতের কবুতরদের আর চূড়ান্ত অনুমান ক্ষমতা বা দূরত্ব পাড়ি দেয়ার ক্ষমতা থাকে না।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: