প্রধানমন্ত্রীকে নুর-রাব্বানীর উপহার

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ১২:৫৯ পিএম

দীর্ঘ ২৮ বছর পর শুরু হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যকরী সভা। এর মাধ্যমে ডাকসু কমিটির অভিষেক হল। প্রথম কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকসুরর আজীবন সদস্য।

শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠেয় নবনির্বাচিত ডাকসুর কার্যকরী সভায় এ প্রস্তাব পাশ করান ভিপি নুরুল হক নুর-গোলাম রাব্বানীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএসের অফিস রুম প্রস্তুত করা হয়েছে। আজ সবাই নিজ নিজ রুমে বসবেন।

গত ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষ হয়।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: