এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা

প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯, ০২:৪৫ পিএম

আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষা। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী।

আগামী ১ এপ্রিল থেকে শরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষ হবে আলাদা। আবাসিক এলাকায় কোন পরীক্ষা কেন্দ্র বসবে না।

প্রশ্নফাঁস ঠেকাতে এবার পরীক্ষাকন্দ্রেগুলো বাড়তি নজরদারির আওতায় আনা হচ্ছে এবারের পরিক্ষায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করতে ১০টি টিম কাজ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোন অভিযোগ ছিল না। তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন দেয়ার নাম করে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বেশ কয়েকটি চক্র।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: