বাংলা স্বাক্ষরের বিনিময়ে জাতীয় পতাকা

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৫:৪৬ পিএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুরে কয়েকজন তরুন বাংলা ভাষায় স্বাক্ষর প্রদানের অভ্যাস ও আগ্রহ তৈরী করার লক্ষ্যে বাংলায় সাক্ষর অভিযান শুরু করেছে। একই সাথে বাংলায় এ স্বাক্ষর প্রদান উপলক্ষে বিনিময়ে তারা একটি করে জাতীয় পতাকা উপহার দিচ্ছেন।

জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষার্থী কয়েক জন তরুন ‘আমার স্বাধীনতা আমার পতাকা’ শিরোনামে এ স্বাক্ষর অভিযান শুরু করে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাঠ থেকে।

এ সময় তারা কুচকাওয়াজ অনুষ্ঠানে আগত তরুন-তরুনী এবং বিভিন্ন বয়সের ও শ্রেণী পেশার মানুষের কাছ থেকে বাংলায় স্বাক্ষর সংগ্রহ করেন।

এ স্বাক্ষর সংগ্রহ অভিযানে ‘আমার স্বাধিনতা আমার পতাকা’ সংগঠনের উদ্দোক্তা তানভির, সৌরভ, স্বচ্ছ, রাহাত, মুক্তাদির, হাসিব, সায়মন, নয়ন উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: