ফরিদপুরে ৩৯৮ জন পরিবারবকে সংবর্ধনা 

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৪:২২ এএম

হারুন-অর-রশীদ,
ফরিদপুর থেকে:

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরে ৩৯৮ জন  বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টায় জেলা শহরের কবি জসিম উদ্দিন হলে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা,  মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা কবির আলম  প্রমুখ।

পরে ৩৯৮জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের হাতে প্রধান অতিথি প্রাইজবন্ড তুলে দেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: