নওগাঁয় ১৯২ বোতল ফেন্সিডিল আটক

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৩:১৪ পিএম

১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) পত্নীতলার অধীনস্থ রাধানগর বিওপি’র রাধানগর এলাকায় বুধবার রাত আনুঃ সোয়া ৮টায় অভিযান চালিয়ে ১৯২ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি। 

জানা গেছে, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পতলা (বিজিবি)র অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিঃ মোঃ শামসুল আলমের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের বুধবার রাত আনুঃ সোয়া ৮টায় সীমান্ত পিলার ২৫৩/১২-আর হতে আনুঃ ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধানগর এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার সিজার মূল্য ৭৬হাজার ৮শ টাকা। 

এঘটনায় মাদক চোরাকারবারী পত্নীতলার উপজেলার বড়তলী এলাকার মোঃ রহিম বক্সের ছেলে মোঃ মোহাব্বত (৩৫) ও রাধানগর জামাই পাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ শাহীন (২৬) কে পলাতক আসামী করে আটককৃত মালামাল সহ পত্নীতলার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে ১৪ বিজিবি পত্নীতলার ক্যাম্প সূত্রে জানাগেছে।

বিডি২৪লাইভ/এজে 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: