আইপিএলে ক্রিস গেইলের আকাশচুম্বী রেকর্ড

প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৮:২৩ পিএম

বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) ইতিহাস গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস্টোফার হেনরি ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব চলতি আইপিএল আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছেন। এবার আইপিএলে ৩০০টি ছক্কা মারার রেকর্ড গড়েছেন ক্রিস গেইল।

আজ শনিবার (৩০ মার্চ) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ইনিংসের তৃতীয় ওভারে মাইকেল ম্যাকলেঞ্জকে টানা ২টি ছক্কা মেরে আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ ছয় হাঁকানোর রেকর্ড গড়েন ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল।

আইপিএলের এবারের আসরে ফর্মের রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাব ব্যাটসম্যান গেইল।

ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার আইপিএলের চলমান ১২তম আসরে এ মাইলফলকে পৌঁছানো পর্যন্ত আটটি ছক্কা মেরেছেন।

শনিবার আইপিএলের ৯ম ম্যাচে মুম্বাই টস হেরে পাঞ্জাবের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মুম্বাই ইন্ডিয়ান্স আগে ব্যাট করে ৭ উইকেটে হারিয়ে ১৭৪ রান করে।

এই টার্গেট তাড়া করতে ওপেনার লোকেশ রাহুলকে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন ক্রিস গেইল। শেষ পর্যন্ত ২৪ বল খেলে ৩টি চার ও ৪টি ছয় হাঁকিয়ে ৪০ রানে করেন আউট হন গেইল।

উল্লেখ্য, শুধুমাত্র ছক্কা নয়, আইপিএলে ৩৩৩টি চার মারেন ক্রিস গেইল। আইপিএলে আজ শনিবারের আগে ১১৪ ম্যাচ খেলে ছয়টি সেঞ্চুরি এবং ২৫টি হাফ সেঞ্চুরি সাহায্যে ৪১ দশমিক ৩৪ গড়ে ৪,০৯৩ রান করেন ক্রিস্টোফার হেনরি ক্রিস গেইল।
 
বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: