চটেছেন শোয়েব আখতার

প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৯:৩৭ এএম

পাকিস্তান ক্রিকেট দলের কোচ মিকি আর্থারের সমালোচনা করেছেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। একটা জাতীয় দলের কোচ হতে যা দরকার আর্থারের মধ্যে তা নেই বলে মনে করছেন শোয়েব। তিনি বলেন, ‘একজন কোচ হওয়ার সামর্থ্য বা যোগ্যতা আর্থারের নেই।’

শুধু কোচ নয়, বোর্ডের ওপর ও চটেছেন শোয়েব। বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়া সিরিজে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নির্বাচকেরা। এ সিদ্ধান্ত যে হিতে বিপরীত হতে পারে সেটা কল্পনাও করেননি তারা। এর জের ধরেই তাদের সমালোচনা করেছেন শোয়েব।

পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেন, ভাবনাটা বিশ্বকাপের প্রস্তুতি হলে সিদ্ধান্তটি চরম ভুল হয়েছে। আমরা খেলোয়াড়েরা সবসময় দাবার গুঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছি। মূল বিষয় নিয়ে কেউ কথা বলে না, চায়ও না। সমাধানও কেউ করছে না। পিসিবিতে যোগ্যতাসম্পন্ন কেউ আসছে না কেন? প্রশ্ন ছুড়ে দেন শোয়েব।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: