একটি মাছের দাম ৪ লাখ টাকা!

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১০:১৬ এএম

সিলেটের জকিগঞ্জের ডুবাইচর এলাকায় কুশিয়ারা নদীতে জেলেদের জালে প্রায় ২০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির দাম ৪ লাখ টাকা চাচ্ছেন বিক্রেতা এমনটাই জানা গেছে।

রবিরার (৭ এপ্রিল) ভোরে জকিগঞ্জ উপজেলার ডুবাইচর কুশিয়ারা নদী থেকে বাঘাইড় মাছটি জেলেদের জালে আটকা পড়ে।

ওই জেলের কাছ থেকে মাছটি কিনে দুপুরে সিলেট নগরের লালবাজারে তোলেন মাছ ব্যবসায়ী মোখলেস মিয়া।

বাঘাইড় মাছটি একনজর দেখতে বহু মানুষ বাজারে ভিড় করেন। 

মাছটির দাম বেশি চাইলেও সর্বোচ্চ ১ লাখ ৯০ হাজার টাকা দর করেছেন বাজারে আসা ক্রেতারা।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী মোখলেস মিয়া বলেন, সকালে মাছটি কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি নিয়ে আসেন লালবাজারে। বাজারে তোলার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে।

তিনি আরও বলেন, পর্যাপ্ত দাম না পেলে সোমবার (৮ এপ্রিল) সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করব। আমরা বেশি দাম দিয়ে মাছটি কিনেছি। কেনা দাম না ওঠায় মাছটি বিক্রি করি নি।

মোখলেস মিয়া জানান, মাছটি কেজি প্রতি ১৫০০ থেকে ২৫০০ কেজি দরে বিক্রি করা হবে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: