কৃত্রিম পা নিতে সাভারের সিআরপিতে রাসেল

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ১২:৫৭ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো রাসেল সরকার কৃত্রিম পা নিতে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) গিয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সিআরপিতে যান।

এর আগে বুধবার (১০ এপ্রিল) বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে পাঁচ লাখ টাকার চেক আদালতের মাধ্যমে হস্তান্তর করে গ্রিন লাইন পরিবহন।

সে সময় বাকি ৪৫ লাখ টাকা এক মাসের মধ্যে রাসেলকে বুঝিয়ে দিতে গ্রিন লাইনের মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থদণ্ড দিতে দেরির কারণ হিসেবে মক্কেলের আর্থিক অবস্থার সমস্যা দেখান গ্রিন লাইনের মালিকপক্ষের আইনজীবী।

রাসেলের বিষয়ে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক জানান, রাসেলকে সিআরপির পক্ষ থেকে প্রথমে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির এবং পরে জার্মানি প্রযুক্তির উন্নত একটি পা দেওয়া হবে।

তিনি আরও জানান, আজ তার পায়ের সম্পূর্ণ পরীক্ষা করে দেখা হবে এবং শনিবার (১৩ এপ্রিল) থেকে তার পায়ের চিকিৎসা শুরু হবে। পরে রাসেলের নতুন পা সংযোজনের জন্য প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। এই সময়ের মধ্যে নতুন পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে বলে তিনি জানান।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: