নুসরাত হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৯:২২ এএম

ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আরেক আসামি শাহাদাত হোসেন শামীমকে গ্রেপ্তার করেছে পিবিআই।

শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নুসরাত হত্যার অন্য আসামী নুরু উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা উপেজলার সীডস্টোর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

নুসরাত হত্যা মামলার অন্যান্য আসামি হিসেবে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই মামলায় অভিযুক্ত পৌর কাউন্সিলর মুকছুদুল আলম ও তার সহযোগী জাবেদকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ৬ এপ্রিল আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে যান নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে চার-পাঁচজন বোরকা পড়া ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: