আজ বিকেলে হানা দিবে ঝড়-বৃষ্টি!

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১১:১৩ এএম

কয়েক দিন ধরেই রাজধানীসহ সারাদেশে ঝড়-বৃষ্টিসহ বজ্র-বৃষ্টি হচ্ছে। রোববার (১৪ এপ্রিল) ১৪২৬ বঙ্গাব্দের প্রথম দিন, পহেলা বৈশাখ। বৈশাখের প্রথম প্রভাতে মেঘের আনাগোনা ছিল আকাশ জুড়ে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মেঘকে সরিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারিদিকে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, বৈশাখের প্রথম দিন (১লা বৈশাখ) বিকেলের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি। আরও বলা হয়েছে, পুরো সপ্তাহ জুড়ে এমন ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আপাতত বড় ধরনের ঝড়-বৃষ্টির আশঙ্কা নেই।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, নববর্ষের দিন দেশের বেশিরভাগ জায়গায় প্রধানত শুষ্ক থাকতে পারে। দুপুরের পর অনেক জায়গায় বিশেষ করে দেশের পশ্চিম অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং ঢাকাতেও বিকেল বা সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: