নালিতাবাড়ীতে বৈশাখী মেলা ও চরক পূজা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৮:৫২ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাটকিয়া গ্রামে আজ রবিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে নালিতাবাড়ীতে বৈশাখী মেলা ও হিন্দু ধর্মাবলম্বীদের চরক পূজা অনুষ্ঠিত হয়েছে।

চাটকিয়া চরক পূজা উদযাপন কমিটির সভাপতি রথিন্দ্র চন্দ্র বর্মণ বলেন, চরক পূজা উপলক্ষে এখানে বৈশাখী মেলা বসেছে। এছাড়া এখানে বর্শা খেলা, অগ্নি খেলা ও দা খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আগত দর্শকরা মোহিত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা এ শিব মন্দির প্রাঙ্গনে বিগত ১৪ বছর যাপত চরক পূজা ও বৈশাখী মেলা উদযাপন করে আসছি। এতে প্রায় আমাদের অর্ধলক্ষাধিক টাকা খরচ হয়। তিনি এ ব্যাপারে সরকারী সাহায্য ও সহযোগিতাও কামনা করেন।

&dquote;&dquote;
এ মেলা পরিদর্শন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন চন্দ্র সরকার ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার প্রমুখ।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: