মানুষের জীবন বাঁচানো সেই জসিম সংবর্ধিত

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০৬:২৩ পিএম

রাজধানী ঢাকার বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী সেই জসিম উদ্দিন (৩১) তার নিজ এলাকা শেরপুরে সংবর্ধিত হয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের তরফ থেকে তাকে ওই সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জসিমকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিয়ে তার হাতে নগদ ১০ হাজার টাকা ও উপহার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। জসিম শেরপুর সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের দোছরা ছনকান্দা গ্রামের মৃত উমর আলীর ছেলে।  
 
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, সংবর্ধিত জসিমের আত্মীয়-স্বজনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনার জবাবে জসিম তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সেদিন নিজের পক্ষ থেকে আরও মানুষকে বাঁচাতে পারলে তার আনন্দ হতো। কিন্তু অনেক মানুষ মারা যাওয়ায় সেই দিনটি তার কাছে একটি শোকের দিন। 
সাহায্য-সহযোগিতার চেয়ে মানুষের দোয়া ও ভালোবাসাই তার বড় প্রাপ্তি উল্লেখ করে তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানবতার সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি এটিই আমার প্রতিজ্ঞা। 

উল্লেখ্য, গত ২৮ মার্চ এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের সময় মানুষের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কড়াইল বস্তিতে বসবাসকারী শেরপুর সদর উপজেলার বলাইয়েচর ইউনিয়নের দুসরা ছনকান্দা গ্রামের মৃত ওমর আলী ও মাজেদা বেগমের ছেলে জসিম।

এ সময় তার চোখে পড়ে প্রাণে বাঁচতে ভবনের ৯ তলা থেকে তার বেয়ে নামার চেষ্টা করছেন এক তরুণী। ওই দৃশ্য দেখে তাঁকে থামতে বলেন জসিম। জীবনের পরোয়া না করে স্পাইডারম্যানের মতো দ্রুত দেয়াল বেয়ে ওপরে উঠে ওই তরুণীকে একতলা নিচে নামিয়ে নিরাপদে পাশের ভবনে উঠিয়ে দেন। এতে প্রাণে বেঁচে যান ওই তরুণী। কেবল তাই নয়, উপর থেকে তার বেয়ে নামতে গিয়ে এক ব্যক্তি উপুড় হয়ে ঝুলে পড়লে চেষ্টা করেও তাকে বাঁচাতে না পারলেও এক শ্রীলঙ্কান নাগরিকসহ আরও ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হন জসিম। এরপর উদ্ধার কাজে তার সহায়তা সব ঘটনা না হলেও ওই তরুণীর জীবন বাঁচানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: