প্যারিসের ঐতিহাসিক গির্জার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৮:৪৪ এএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে ৮৫০ বছরের পুরনো নটর ডেম ক্যাথেড্রালে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় এই আগুনের সূচনা হয়।

ভবনটির চিলে কুঠুরি থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছে ফরাসি দৈনিক ‘লা মনদে।’ এরপর আগুন ঐতিহাসিক ভবনটির ছাদের ব্যাপক অংশে ছড়িয়ে পড়ে।

ইউরোপে শিল্প ইতিহাসে ত্রয়োদশ শতাব্দীর প্রায় মধ্যভাগ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে গথিক শিল্পের কাল বলা হয়ে থাকে। ফরাসি গথিক স্থাপত্যের অনবদ্য উদাহরণ হিসেবে এ ভবনকে বিবেচনা করা হয়। ১১৬০ সালে এটি নির্মাণ করা হয় এবং ১২৬০ সালে এ গির্জার নির্মাণ পুরোপুরি শেষ হয়। অবশ্য, পুরো শতাব্দী ধরে এ ভবনের বিভিন্ন সংস্কার হয়েছে। নটর ডেম শব্দটির অর্থ আমাদের নারী।

বয়সের ভারে জরাজীর্ণ ভবনটি ভেঙ্গে পড়ছিল এবং একে রক্ষার পদক্ষেপ নেয়ার জন্য গত বছর ফ্রান্সের ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ আকুল আবেদনও জানিয়েছিল।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: