মানবিক সহায়তা ১৯ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৭:১৩ পিএম

বরগুনায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে মানবিক সহায়তা ১৯ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো নারীর কার্যনির্বাহী পরিষদের চেয়ারপারসন নিগাত সুলতানা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো, মাহবুব আলম।

কর্মশালায় বক্তব্য রাখেন, স্টার্ট ফান্ড বাংলাদেশের প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিআরআর হেড ইমামুল আযম শাহী, বরিশাল বিভাগীয় প্রধান শাহরুখ সোহেল,  সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার, এনজিও ফোরামের সভাপতি আব্দুল মোতালেব মৃধা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল, সিপিসির সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আলতাফ হোসেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের গোলাম রাব্বানী, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাফর হোসেন হাওলাদার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হোসনেয়ারা চম্পা, জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রনজিত সরকার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের প্রতিনিধি শাম্স স্বাক্ষর, নলটোনা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য হালিমা আক্তার পাখি, ৯নং এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নাসির উদ্দিন, ১০নং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম ও এম, বালিয়ামারী ইউনিয়নের উপকারভোগী আরব আলী।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: