ঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে ইউএনও জুলিয়া সুকায়না

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১২:৪৫ এএম

তৃপ্তি সেন,
পাইকগাছা, খুলনা থেকে:

খুলনার পাইকগাছায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন মনবতাবাদী উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামসহ বিভিন্ন এলাকার কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন।

তিনি পায়ে হেটে গ্রামের অলি-গলি ও সরু পথ পাড়ি দিয়ে ক্ষতিগ্রস্থদের বাড়ীতে বাড়ীতে গিয়ে চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, মুড়ি সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন ইউএনও’কে তাদের পাশে পেয়ে আবেগ আফ্লুত হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লস্কর ইউপি’র প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দীন আহম্মেদ, প্রভাষক আবু রাসেল কাগুজী মুকুল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও প্রকল্প বাস্তবায়ন অফিসের সুজয় কুমার। উলে¬খ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় কাল বৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বুধবার (১৭ এপ্রিল) সকালে ইউএনও জুলিয়া সুকায়না ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে সহায়তার আশ্বাস দেন। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: