ময়লার ভাগাড়ে নবজাতকের লাশ!

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৩:৩১ পিএম

কিশোরগঞ্জ জেলার ভৈরবে ময়লার ভাগাড়ে ফেলে রাখা কার্টনের ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) ভৈরবের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার সেন্ট্রাল হাসপাতালের সামনের সড়কের পাশে ময়লার ভাগাড়ের কাছে ফেলে রাখা কার্টনবন্দী অবস্থায় নবজাতকটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কমলপুর বাসস্ট্যান্ড এলাকার সেন্ট্রাল হাসপাতালের সামনের সড়কে ময়লার ভাগাড়ে ফেলে রাখা একটি কার্টনের মধ্যে এক নবজাতকের লাশ পড়ে থাকার খবরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।

জন্মের পরই কেউ ছেলে নবজাতকটিকে কার্টনবন্দী করে ময়লার ভাগাড়ের কাছে ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহালুল খান বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।

ময়নাতদন্তের জন্য নবজাতকটির লাশ মঙ্গলবার (২৩ এপ্রিল) কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে বলেও মো. বাহালুল খান বাহার জানান।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: