শেষবারের মত নাতী জায়ানকে দেখতে বনানীতে নানী শেখ হাসিনা 

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৩:০৫ পিএম

চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় বহু হতাহতের মাঝে নিহত শিশু জায়ানের (৮) মরদেহ দেখতে তার নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বুধবার (২৪ এপ্রিল) পৌনে দুইটার দিকে সেখানে যান তিনি।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে শিশু জায়ানের মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর তা নানা শেখ সেলিমের বনানীর ২/এ’র ৯ নম্বর বাসায় নেওয়া হয়।

আজ বুধবার (২৪ এপ্রিল) বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে শিশু জায়ানের প্রিয় মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হবে ছোট্ট শিশু জায়ান। জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

গত রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার তিন গির্জা ও তিন হোটেলসহ আটটি স্থানে বোমা হামলা চালানো হয়।

শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জনই শিশু যার মধ্যে রয়েছে বাংলাদেশের শিশু জায়ান চৌধুরী। হামলায় নিহতের পাশাপাশি আহত হয় অন্তত ৫০০ জন।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: