ফুটেছে কৃষ্ণচূড়া, রঙিন ক্যাম্পাস

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৫:৩৭ পিএম

বৈশাখের তপ্ত সূর্য ও কাঠফাটা রোদ্দুর। প্রকৃতি যখন প্রখর রোদে পুড়ছে, কৃষ্ণচূড়া ফুল তখন জানান দেয় তার সৌন্দর্যের বার্তা।

&dquote;&dquote;গ্রীষ্মের রুক্ষতা ছাপিয়ে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। এই সময়টায় সারা দেশের মতোই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চোখ ধাঁধানো টুকটুকে লাল কৃষ্ণচূড়া ফুলে সেজেছে ক্যাম্পাসের প্রকৃতি।

&dquote;&dquote;দূর থেকে দেখলে মনে হয় বৈশাখের রোদে সবটুকু উত্তাপ গায়ে মেখে নিয়েছে রক্তিম পুষ্পরাজি। ক্যাম্পাসজুড়ে রঙিন কৃষ্ণচূড়ার ছাড়াছড়ি।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: