পাংশা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন

প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৫:০০ এএম

রাজবাড়ীর পাংশা উপজেলার বাজার শিল্প ও বনিক সমিতির উদ্দ্যোগে পাংশা শহরের গুরুত্বপূর্ণ এলাকা সমূহ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

রবিবার (৫ মে) দুপুর ২টার দিকে পাংশা পৌরসভা ভবনে স্থাপিত কন্ট্রোল রুমে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম এমপি।

এ সময় পাংশা বাজার শিল্প ও বনিক সমিতির আহবায়ক পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো: আহসান উল্লাহ, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বনিক সমিতির সদস্য সচিব দীপক কুমার কুন্ডু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরজু, প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর, প্যানেল মেয়র রাশিদা ইয়াছমিন, প্যানেল মেয়র লাবলু বিশ্বাস, কাউন্সিলর আব্দুল আলীম, ব্যবসায়ী অশোক কুমার পাল, পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীগনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন, পাংশা বাজার সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার চাদঁরে ঢাকা থাকবে পর্যায়ক্রমে শহরের সকল গুরুত্বপূর্ণ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: