আ’লীগ নেতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৬:৩৭ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ বাহার ওরফে পিকুল বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে সরিষা ইউনিয়নবাসী।

সোমবার (৬ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী সরিষা বাজার এলাকায় সড়কের ২ পাশে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সরিষা ইউপি আ’লীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান ও নিহত পিকুল বিশ্বাসের বড় ভাই আজমল আল বাহার বিশ্বাস, নিহত পিকুলের ছোট ভাই আলোক বিশ্বাস, সরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল হুদা সাগর, আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ জিনাত আলী, ইউনিয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান আলী, দপ্তর সম্পাদক মোঃ ফরিদ হোসেন, ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনোয়ারা বেগম, আ.লীগ নেতা ওমর আলী সহ স্থানীয় আ.লীগ নেতাকর্মী।

এ সময় বক্তারা পিকুল হত্যাকাণ্ডে জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সরিষা ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

মানব বন্ধনে চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস আগামী ১ মাসের মধ্যে সকল আসামীকে গ্রেফতার করে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবীতে আল্টিমেটাম দেন অন্যথায় বৃহত্তর কর্মসূচী গ্রহণ করে এলাকাবাসির সাথে দিয়ে দুর্বার আন্দোলন করা হবে বলে হুশিয়ারি প্রদান করেন। এদিকে হত্যার দিনই এ মামলার এজহার নামীয় প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় আজমল আল বাহার বিশ্বাস বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছে।  

প্রসঙ্গত, ১লা মে বুধবার দিবাগত রাতে সরিষা বাজারের অনতিদূরে চৌরাস্তা মোড় এলাকায় সন্ত্রাসীরা পিকুল বিশ্বাসকে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: