রাজশাহীতে আ’লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ১২:৫১ এএম
রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এ.এইচ.এম খায়ারুজ্জামান লিটনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল ১০টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তর্বক অর্পন করে মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭০ পাউন্ডের কেক কাটা হয়। কেক কাটার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, জাতীয় চার নেতাসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামানয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, এ্যাড আসলাম সরকার, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, উপ-প্রচার বিষয়ক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ মহানগর মহিলা আওয়ামী লীগম, মহিলা যুবলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,জাতীয় শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি লালনশাহ পার্কে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় সেখানে ফানুস উড়ানো, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর আওয়ামী লীগ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: