কত টাকা পেল বিশ্বকাপ জয়ী দল?

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯, ০৫:৫৪ পিএম
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা নেমেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। গত ৩০ মে লন্ডনের দ্য ওভাল এই আসরের পর্দা উঠে। ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত সুপার ওভারের মাধ্যমে দীর্ঘ ৪৪ বছর পর শিরোপার স্বাদ পায় স্বাগতিক ইংল্যান্ড। এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিহাসের সবচেয়ে বেশি অর্থ পুরস্কার দিয়েছে চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে। এবার শিরোপা জয়ী দল হিসেবে ইংল্যান্ড ৪০ লাখ মার্কিন ডলার অর্থ পুরস্কার পেয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ কোটি ৬০ লাখ টাকা। আর রানার্স আপ দল পেয়েছে প্রায় ১৮ কোটি ৮০ লাখ টাকা! সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে প্রায় ৬ কোটি ৭২ লাখ টাকা করে। এছাড়া লিগ পর্বে প্রতি ম্যাচ জেতার জন্যও পুরস্কার রয়েছে। সেক্ষেত্রেও টাকার অঙ্কটা ছোট নয়। একেকটি ম্যাচ জিতলে প্রতিটি দল পাবে প্রায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা করে। লিগ পর্ব থেকেই বিদায় নেওয়া ছয় দল পাবে এক লাখ ডলার করে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৮৪ লাখ টাকা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: