কাশ্মীর ইস্যুতে এক টেবিলে সালমান-ইমরান

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৫ পিএম
কাশ্মীর ইস্যুতে সৌদি আরবের যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরব যান তিনি। বন্দরনগরী জেদ্দায় পৌঁছে বৈঠকে যুবরাজকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি অবহিত করেছেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইমরান খান কাশ্মীর পরিস্থিতির পাশাপাশি পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় স্বার্থ নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে তিনি সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা জানান। ওই হামলার পর সৌদি আরবের প্রতিদিন তেলের উৎপাদন অর্ধেক কমে গেছে। পার্সটুডে বলছে, এর আগে ইমরান খান জেদ্দার বিমানবন্দরের রাজকীয় টার্মিনালে অবতরণ করলে তাকে অভ্যর্থনা জানান মক্কার গভর্নর খালিদ বিন ফয়সাল আল সৌদ। ইমরান খানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং ১১ সদস্যের একটি প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এবং অর্থ উপদেষ্টা আব্দুল হাফিজ শেখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: