নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী বাজার এখন যানজট মুক্ত

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৯, ০২:৪৭ এএম
এ এইচ হাসান, নোয়াখালী প্রতিনিধি: বৃহত্তর নোয়াখালীর প্রাণকেন্দ্র চৌমুহনী বাজার প্রশাসনের তৎপরতায় একেবারেই যানজট মুক্ত। চৌমুহনী বাজার এখন যে কেউ জ্যাম মুক্ত ভাবে মুহূর্তেই পার হয়ে যেতে পারছেন। আর এই যানজটের অভিশাপ থেকে নোয়াখালীর চৌমুহনী বাসীকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যারা নিরলস ভাবে কাজ করছেন। তারা হচ্ছেন বেগমগঞ্জ ট্রাফিক ইউনিট, বেগমগঞ্জ মডেল থানা পুলিশ, চৌমুহনী ফাঁড়ি পুলিশ। তাদের সাথে একাত্ত্বতা পোষণ করেছেন চৌমুহনী পৌরসভা এবং জেলা প্রশাসন। ইতোমধ্যে চৌমুহনী বাজারে ব্যাটারি চালিত অটো রিক্সা, নছিমন, করিমন, ঠেলাগাড়িসহ অনিবন্ধিত যানবাহন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। ভ্রাম্যমাণ ভ্যান উঠিয়ে দেওয়া হয়েছে। যত্রতত্র গাড়ি পাকিং করতে দেওয়া হচ্ছে না। ফুটপাতে বাজার বসতে দেওয়া হচ্ছে না। নোয়াখালীর চৌমুহনীকে একটি যানজট মুক্ত ব্যবসায়ীদের প্রাণকেন্দ্রে এবং আধুনিক নগরী গড়তে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো.আলী আশরাফ মোল্লা, সার্জেন্ট শিশির চন্দ্র শর্মা, টি আই ফারুক হোসেন সহ ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য। তাদেরকে সহযোগীতা করছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ। যানজট মুক্ত এই পরিবেশটি অব্যাহত রাখতে বেগমগঞ্জের ব্যবসায়ীবৃন্দ সহ সর্ব স্তরের জনগনের সহযোগীতা কামনা করে। চৌমুহনী ফাঁড়ি পুলিশ সার্জেন্ট, রাজীব আশরাফ বলেন, নিজে আইন মেনে চলুন এবং পরিবারকে নিরাপদ রাখবো এবং অন্যকে আইন মেনে চলতে উৎসাহিত করুন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: