বিয়েতে যা পরলেন সৃজিত-মিথিলা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩০ এএম
নানা আলোচনা, গুঞ্জন ও গুজব পেছনে ফেলে অনুষ্ঠিত হচ্ছে কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি ও এদেশের অভিনেত্রী মিথিলার বিয়ে। ঘরোয়া পরিবেশে অত্যন্ত কাছের কিছু মানুষের উপস্থিতিতে এই বিয়ে অনুষ্ঠিত হবে কলকাতায় সৃজিত মুখার্জির বাসায় শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায়। মিথিলাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সৃজিত মুখার্জি। তাঁর ‘জাতিস্মর’ (২০১৪) ছবিতে কবীর সুমন একটি গান গেয়েছিলেন। সেই গানের স্থায়ী অংশ আর সঙ্গে মিথিলার সঙ্গে তাঁর একটি ছবিও দিয়েছেন। বিয়েতে কি পরছেন সৃজিত-মিথিলা। এ নিয়েও অনেকের আগ্রহ রয়েছে। বিয়েতে মিথিলা পরছেন লাল রংয়ের জামদানি শাড়ি। আর সৃজিত পরছেন কালো পাঞ্জাবির ওপর লাল রংয়ের কোটি। বিয়ের অনুষ্ঠান হচ্ছে কলকাতায় সৃজিতের বাড়িতে। এ উপলক্ষ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। মিথিলার বাবা ঢাকা থেকে নিয়ে গেছেন ২ কেজি ওজনের চারটি ইলিশ। সৃজিতের কোন দিকটা সবচেয়ে আকর্ষণ করে? এমন প্রশ্নে মিথিলা বলেন, ‘আমি আর সৃজিত দুজনেই কাজপাগল। আবার আমরা ভীষণ অলস। এটা বলে বোঝানো যায় কি না জানি না। কিন্তু এতেই আমাদের আসল মিল।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: