নদীর পানি দূষণমুক্ত রাখতে সুয়্যারেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০, ০৫:৩৮ এএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ঢাকার চারপাশে নদীর পানি দূষণমুক্ত রাখতে ঢাকা ওয়াসা ইতোমধ্যে একটি সুয়্যারেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। বুধবার (১৫ জানুয়ারি) সংসদে বিরোধী দলের সদস্য বেগম সালমা ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, সরকার গৃহীত মাস্টারপ্ল্যানের আলোকে রাজধানীর চারপাশে চারটি সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে। মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে বর্তমানে ‘দাশেরকান্দি সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামে একটি পয়ঃশোধনাগার নির্মাণাধীন রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, যা সমাপ্ত হলে সরাসরি পয়ঃবর্জ্য নদীতে গিয়ে যে দূষণ হয় তা অনেকাংশে বন্ধ হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: