সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল মাঠে বাজার

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২০, ০৯:১৫ পিএম
নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করার জন্য বরগুনায় প্রাণকেন্দ্র মাছ বাজার ও সবজি বাজারে প্রতিদিন মানুষের উপচে পড়া ভিড় থাকায় প্রশাসনের উদ্যোগে বাজারটি বরগুনা জিলায় স্কুলের খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে । দ্বিতীয় দিন সেখানেও দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। প্রত্যেকটা দোকান কমপক্ষে ১০ ফুট দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে। প্রতিদিন এই দোকানগুলো সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বেচা কিনা করতে পারবেন বলবে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। বরগুনায় ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ব্যক্তির বাড়িতে থাকা ৩৫ জন স্বজনদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্ত অপর দুইজন বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি রয়েছে। এর মধ্যে একজন তাবলীগ জামায়াত থেকে ফিরেছেন। অপরজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। তাদের দুজনের বাড়িই বরগুনা সদর উপজেলায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: