ছয় সদস্যের একটি নিম্নবিত্ত পরিবারের সকালের নাস্তার খরচ ১০ লাখ টাকা!

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০, ১২:২০ এএম
ছয় সদস্যের একটি নিম্নবিত্ত পরিবারের সকালের নাস্তার খরচ ১০ লাখ (১ মিলিয়ন) টাকা। একটি পাউরুটি ১লাখ টাকা, ৫০০গ্রাম বাটার ৫ লাখ টাকা, ৬টি ডিম ৩ লাখ টাকা, ৬ কাপ চা ১ লাখ টাকা! আপনি এক ঝাঁকা টাকা মাথায় বয়ে নিয়ে গিয়ে এক কেজি গাজর নিয়ে ফিরতে পারেন। গল্প নয়, সত্য। দেশটি জিম্বাবুয়ে। হিসাবে সামান্য একটু এদিক-সেদিক হতে পারে বটে, তবে এ রকমটিই জিম্বাবুয়ের বর্তমান বাস্তবতা। দেশটির হাইপারইনফ্লেশন মুল্যস্ফীতিকে এমন যায়গায় নিয়ে গেছে যে গত ১০-১২ বছরে কোনো চেষ্টাতেই আর নিয়ন্ত্রণ আনা যায়নি। অর্থনীতিবিদ অভিজিত নোবেল পেয়েছেন, টাকা ছাপার প্রয়োজন এবং কার্যকারীতাও তাঁর নখদর্পনে। তবে বাংলাদেশের সোসিও-পলিটিকস অতোটা আমলে নেননি বলেই মনে হল। তাঁর ঘরে ঘরে টাকা পৌছানোর পরামর্শ সঠিক মনে হয়। কিন্তু টাকা ছাপার পরামর্শ? বাংলাদেশ টাকা ছাপলে জিম্বাবুয়ে হবে। কারণ, জিম্বাবুয়ের আর্থ-সামাজিক-রাজনীতির ইতিহাসের সংগেই বেশি মিল বাংলাদেশের; আমেরিকা, কানাডা বা সুইজারল্যান্ডের সংগে নয়!

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: