নিলামে মুশফিকের সেই ব্যাটের মূল্য অর্ধকোটি ছাড়িয়েছে

প্রকাশিত: ১৩ মে ২০২০, ০৪:০৫ পিএম
দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষদের আর্থিক সহায়তার জন্য এ ব্যাট নিলামে তুলেছেন তিনি। নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবু’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে গত শনিবার রাতে অনলাইন নিলামে তোলা হয় মুশফিকের ব্যাট। নিলামে বুধবার (১৩ মে) পর্যন্ত মুশফিকের ব্যাটের দাম ৫০ লাখ ছাড়িয়ে গেছে। ব্যাটটির ভিত্তিমূল্য ছিল ৬ লাখ টাকা। বুধবার (১৩ মে) পর্যন্ত ৬৪ বার মুশফিকের ব্যাটের দাম হাঁকা হয়েছে, এখন পর্যন্ত ৫০ লাখ ১০ হাজার ২ টাকা দাম উঠেছে ব্যাটটির। আগামী ১৪ মে, বৃহস্পতিবার রাত ১০টায় নিলাম পর্ব শেষ হওয়ার কথা রয়েছে। তবে নিলামের দাম সংক্রান্ত বিষয়গুলো দেখছে পিকাবু। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মুরিন তালুকদার বলেন, ‘যে দামটি দৃশ্যমান সেটি ঠিক নাও হতে পারে। অনেক ভুয়া ব্যক্তি অনলাইনে এসে দাম হাঁকাচ্ছে। ফলে সঠিক দাম যাচাই করতে পারছি না। আমরা যাচাই বাচাই করে সঠিক দামটিই অনলাইনে দৃশ্যমান করে দেব।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: