ফ্লোরার নামে ভুয়া আইডি, স্বাস্থ্যবিধি নিয়ে কোনো পোস্ট দেননি তিনি

প্রকাশিত: ০২ জুন ২০২০, ০৪:৩৪ এএম
স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সে‌ব্রিনা ফ্লোরার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। তার ভুয়া আইডিতে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। সে‌ব্রিনা ফ্লোরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাস্থ্যবিধি নিয়ে কোনো পোস্ট দেননি বলে জানিয়েছেন তিনি। রোববার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অধ্যাপক ডা. মীরজা‌দী সে‌ব্রিনা ফ্লোরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন কর্মকাণ্ডের মাধ্যমে আইইডিসিআরের তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আইইডিসিআর ইতোমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এসব ভুয়া আইডি থেকে দেয়া পোস্টে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে ডা. মীরজা‌দী সে‌ব্রিনা ফ্লোরা বলেন, ফেসবুকের মাধ্যমে আমি কখনও এ ধরনের প্রচার-প্রচারণা চালাই না। এর মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়-দায়িত্ব আইইডিসিআর কিংবা ডা. মীরজা‌দী সে‌ব্রিনা ফ্লোরা বহন করবেন না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: