বিশ্বজুড়ে আক্রান্তের নতুন রেকর্ড, প্রাণ হারিয়েছে ৬ হাজারের বেশি

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০, ০৩:০১ পিএম
গত একদিনে আবারো ৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৩৪ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা সংক্রমণের নতুন রেকর্ড। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজার ৮২০ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৬ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৮০ লাখ ৩৭ হাজার ১৪০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ এক হাজার ২৬১ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৩৯ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৭০ হাজার। করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৯৯৭ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৪০ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ৩৬ লাখ ১৬ হাজারের বেশি সংক্রমিত। মেক্সিকোতে প্রাণহানি ছাড়িয়েছে ৩৭ হাজার। আক্রান্ত ৩ লাখ ১৮ হাজার মানুষ। এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। এদিন রেকর্ড ৬১৪ মৃত্যু দেখেছে দেশটি। এদিকে ইরানে গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: