হচ্ছে না পিইসি ও জেএসসি পরীক্ষা, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২০, ০৩:৫৮ পিএম
প্রাণঘাতী করোনার কারণে থেমে গেছে পুরো বিশ্ব। শিক্ষাখাত, ক্রিরাসহ সব সেক্টরেই এসেছে বাঁধা। বাংলাদেশেও করোনার ভয়াবহ প্রকোপে থেমে গেছে সকল সেক্টর। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে প্রায় ৫ মাস। এরই মধ্যে জানা গেল, চলতি বছর পঞ্চম ও অষ্টম শ্রেণির বড় দুই এই পাবলিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে বেশ কিছু গণমাধ্যমে এরকম খবর প্রকাশিত হয়েছে। এ স্তরের শিক্ষার্থীদের এবার বার্ষিক পরীক্ষার মাধ্যমে পাস করানোর চিন্তাভাবনা চলছে বলেও সেখানে উল্লেক করা হয়। করোনা পরিস্থিতির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), মাদরাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানানো হয় প্রতিবেদন গুলোতে। তবে এমন প্রতিবেদনের কোন সত্যতা মিলেনি কোথাও।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: