চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২০, ০২:৪০ এএম
ময়মনসিংহের ভালুকায় গাড়ি থেকে চাঁদা তোলার সময় হাবি নামের এক চাঁদাবাজকে হাতেনাতে ধরে পুলিশে দিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বুধবার (১২ আগষ্ট) সকালে ভালুকা পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি করার সময় তাকে ধরে পুলিশে উপজেলা চেয়ারম্যান। জানা যায়, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ কৌশলে খালি গাড়ী থেকে চলন্ত অবস্থায় পৌর করের কথা বলে ৫০ টাকা এবং শ্রমিক ইউনিয়নের কথা বলে ১০০ টাকা ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় চাঁদাবাজ উপজেলার ভরাডোবা ইউনিয়নের চাপড়বাড়ী এলাকার শামসুল হকের ছেলে মো. হাবিব মিয়া ওরফে হাবি (৩২) কে হাতেনাতে ধরে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিনকে ফোন করে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে বললে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, ভালুকা বাসস্ট্যান্ডে খালি গাড়ী চলন্ত অবস্থায় গাড়ী থেকে পৌর কর বলে ৫০ টাকা এবং শ্রমিক ইউনিয়ন বলে ১০০ টাকা ড্রাইভারের কাছ থেকে চাঁদা নেওয়া সহ উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে আমি অনেক দিন যাবৎ কাজ করছি। আজ একজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছি। সামনেও আমার এই চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভালুকা থানা ওসি মাঈন উদ্দিন সাহেব কে ফোন দিলে সাথে সাথেই ব্যবস্থা নেন। এ জন্য ওসি মাঈনউদ্দিন সাহেবকে দ্রুত সময়ে ব্যবকস্থা নেওয়ার জন্য ধন্যবাদ। এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, চাঁদাবাজির সময় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: