কেন্দ্র ফাঁকা; ঘর ভরা বিএনপি নেতা, চা-বাদামের আড্ডা!

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৪৩ পিএম
নেতাকর্মী শূন্য বিএনপির ভোটের মাঠে। সকাল থেকেই অধিকাংশ কেন্দ্রে বিএনপির কোন এজেন্ট নেই। বাইরেও ভোটারদের স্লিপ দিয়ে সহযোগিতার ব্যবস্থা নেই। বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও বিএনপির এজেন্ট সমর্থকদের দেখা মেলেনি। এমন কি বিএনপি প্রার্থীর বাসভবন (প্রধান নির্বাচনী কার্যালয়) এর সাথে রয়েছে লাঘোয়া কেন্দ্র (যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ) এর সামনে আওয়ামী লীগ কর্মীদের সরব উপস্থিতি থাকলেও বিএনপির কোন কর্মী দেখা নি। দুপুর ১২ টার পর বিএনপি প্রার্থীর যাত্রাবাড়ি প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে দেখা গেছে, ঘরের ভেতর শত শত নেতাকর্মী! কেউ চা খাচ্ছেন আর কেউবা বাদাম খাওয়ায় চালাচ্ছেন জম্পেশ আড্ডা। ভিআইপি নেতাদের দেখা গেছে ডাব খাওয়ার দৃশ্যতে। বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির এক নেতা উত্তেজিত হয়ে বলেন, আপনারা ঘরের ভেতর বসে না থেকে কেন্দ্রে যান, ভোটারদের স্লিপ দিয়ে সহযোগিতা করুন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসুন। এভাবে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে বিএনপি সমর্থক শুন্য থাকায় উপস্থিত বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে বিএনপি কী এই আসনের অতীত গৌরব রক্ষা করতে পারবে? একাদশ সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে এই আসনে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছে। ঢাকার এই আসনটি হলো ঐতিহ্যের আসন। সকাল নয়টা সায়েদাবাদ আর কে চৌধুরী উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা গেছে, ভোট কেন্দ্রের ভেতরে বিএনপি কোনো এজেন্ট নেই। কেন্দ্রের বাইরে আ’লীগ প্রার্থীর সমর্থকরা অবস্থান করছেন। এর আধা ঘন্টা পর একই চিত্র দেখা গেছে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজে। এখানেও বিএনপির কোন সমর্থক কে দেখা যায়নি। কেন্দ্রের ভেতরে নেই কোনো ভোটারও। সালাহ্ উদ্দিন আহম্মেদ বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আজ পর্যন্ত কোন নির্বাচন করতে পারেনি। তাই আজকের নির্বাচনও সুষ্ঠু হবে না বলেই আমি মনে করি। বেশিরভার কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে। এজন্য ৯০ থেকে ৯৫ ভাগ কেন্দ্রে আমাদের এজেন্ট নেই। তিনি বলেন, এটি একটি ভোটারবিহীন নির্বাচন। তারা যেভাবে ত্রাস সৃষ্টি করেছেন এতে করে জনগণ তাদের ভোট দেবে না। তবুও আমি শেষ পর্যন্ত দেখবো এবং শেষ পর্যন্ত থাকবো। বেলা ১১টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ভেতরে ঢুকে দেখা গেছে, ভুতূড়ে পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়া কোন ভোটার নেই। বিএনপির কোনো সমর্থক নেই। বাইরে অবস্থানে আছে ক্ষমতাসীন দলের প্রার্থীর শত শত সমর্থক।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: