শেরপুরে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন

শেরপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এতে ব্যানার, ফেস্টুন নিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রায় আড়াইশ শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি রেজাউল করিম, শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান, সাইফুল ইসলাম, মুকলিমা বেগম, শাহীনুল বারী, মাজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন শিক্ষক সোলায়মান হোসেন। এসময় বক্তারা মাদ্রাসা জাতীয়করণ, শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণ, আসবাবপত্র সরবরাহ, অফিস সহকারী নিয়োগসহ ৭ দফা দাবি জানান। সেইসাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন ঘোষণা না দেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরারব স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমআর/এনই
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
- গ্যাসের সমস্যা দূর করে পেঁপে
- চুল পড়া রোধে করণীয়
- নিয়মিত খেজুর খেলে যত উপকার
- দাঁতের হলদে ভাব দূর করার উপায়
- খাদ্যাভ্যাসে চিনির পরিমাণে কমতে পারে শুক্রাণুর মান
- সুস্থ থাকতে যেসব সবজি খাবেন
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সবিচালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
পাঠকের মন্তব্য: