সমুদ্র সৈকতে পর্যটকদের ঝুঁকিপূর্ণ গোসল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ০৫:৩৩ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকতে আবহাওয়ার সতর্ক সংকেত উপেক্ষা করেই পর্যটকরা নেমে পড়ছেন গোসলে। দুর্যোগকালীন আবহাওয়ার সময় সৈকতে গোসল নিষিদ্ধ করা হলেও পর্যটকরা তা কিছুতেই মানছেন না। সৈকতের লাইফগার্ড কর্মীদের অভিযোগ দেশের নানা প্রান্ত থেকে আসা কিছু উচ্ছৃঙ্খল লোকজন কোনো কিছুরই তোয়াক্কা না করে উল্টো লাইফগার্ড কর্মীদের ওপর চড়াও হয়ে পড়েন। সৈকতে কর্মরত লাইফগার্ড সংস্থা সী সেইভ সূত্রে জানা গেছে, গত ৫ বছরে অন্তত ২৫ জন পর্যটকের সলিল সমাধি ঘটেছে সৈকতে গোসল করতে নেমে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় দেখা গেছে, আবহাওয়ার ৪ নম্বর সতর্ক সংকেত চলাকালীন পর্যটকদের সতর্ক করার জন্য উড়ানো হয়েছে লাল পতাকা। লাইফগার্ড কর্মী সিফাত জানান, এসময় সাগরের উথাল-পাথাল ঢেউ আঁছড়ে পড়ছে। গোসল করতে নামলে যেকোনো সময় ভাটার টানে ভেসে যাওয়ার শংকা থাকে এমন সময়। অথচ এক পর্যটক দম্পতি লাল পতাকা স্ট্যান্ডের পার্শ্বে তাদের শিশু সন্তানটিকে দাঁড় করিয়ে রেখে উপরন্ত তাকে তাদের স্যান্ডেল পাহারার দায়িত্ব দিয়ে মা-বাবা নিজেরাই সেই ঝুঁকিপূর্ণ গোসলে মেতে পড়েছেন। এসময় লাইফগার্ড কর্মীরা সতর্কতার কথা স্মরণ করিয়ে দিলে পর্যটকরা উল্টো তাদের ওপরই ক্ষিপ্ত হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তবে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান এসব বিষয়ে জানান, সৈকতের নিরাপত্তা জোরদারে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সদা সজাগ রয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: