কাউখালীতে ডাকাতি প্রস্তুতিকালে আটক ৩

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০৯:০৫ পিএম
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় অস্ত্রসহ ৩ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মিরাই মারমার ছেলে সাইমন মারমা (২১), মংনুশি মারমার ছেলে মংসাচিং মারমা (২১) এবং অংপ্রু সাই মারমার ছেলে মংমং মারমা (২০)। আটককৃতরা সবাই উপজেলার হারাঙ্গী পাড়ার বাসিন্দা। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কলমপতি ইউনিয়নের দূর্গম উত্তর মাঝেরপাড়া এলাকায় থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে উপজেলার কলমপতি ইউনিয়নের উত্তর মাঝের পাড়ার থুচাইমং মারমার বাড়িতে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল ৬ জন ডাকাত। ডাকাতির প্রস্তুতিকালে পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার করলে ৩ জন ডাকাত পালিয়ে যায়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সহযোগিতায় বাকী ৩ ডাকাতকে ধরতে সক্ষম হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের আটক করে। এসময় আটককৃত ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক ও তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে এবং বাকী ৩ জন ডাকাত আটক করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: