বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোলের পণ্য এখন ইভ্যালিতে

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ০৫:২৯ এএম
বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড কেনেথ কোল ও দেশীয় ব্র্যান্ড দ্য ব্রেন্টউড এবং মার্শম্যালো এখন থেকে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিতে তাদের পণ্য বাজারজাত করবে। সম্প্রতি দেশের পোশাক উৎপাদন শিল্পের খ্যাতিমান প্রতিষ্ঠান ক্ল্যাসিক গ্রুপের সঙ্গে ইভ্যালির এ বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের বাজারে কেনেথ কোল ফ্যাশন ব্র্যান্ডের অফিসিয়াল ফ্রেঞ্চাইজর ক্ল্যাসিক গ্রুপ। এছাড়া দ্য ব্রেন্টউড প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষদের পোষাক ও মার্শম্যালো শিশুদের পোশাকের দেশীয় ব্র্যান্ড হিসেবে সুপরিচিত। নিউইয়র্ক স্টাইল এবং ক্ল্যাসিক ডিজাইনের জন্য সমাদৃত কেনেথ কোল বিশ্বের পোশাক বাজারে তিন দশকেরও বেশি সময় ধরে নৈপুণ্য ও সুনামের সাথে কাজ করছে। তাদের পণ্যের মধ্যে রয়েছে টেকনি-কোল পারফরমেন্স টেকনোলজিসহ উন্নতমানের চামড়ার স্বতন্ত্র্য ডিজাইনের আরামদায়ক জুতা। অন্য আকর্ষণীয় পণ্যের মধ্যে রয়েছে সবসময় ব্যবহার উপযোগী স্টাইলিশ ব্যাগ ও ব্যাকপ্যাক এবং চিরায়ত ফ্যাশনের এক্সক্লুসিভ ডিজাইনের ঘড়ি। চুক্তি অনুযায়ী, এই তিনটি ব্র্যান্ডের ফ্যাশন ও লাইফস্টাইলের সব পণ্য ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ক্ল্যাসিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ আজিম তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ইভ্যালির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাসেল, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল্লাহ খান, ক্ল্যাসিক গ্রুপের ডিরেক্টর ইরফান আজিম ও তাহসিন আজিম উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: