টি-টোয়েন্টি কাপের চার ম্যাচেই এত শূন্য রানে আউট!

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ০৩:৪২ এএম
শূন্য রানে আউট হওয়া তো ক্রিকেটেরই অংশ। এ নিয়ে এত কথা বলারও কিছু নেই। তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাত্র দুই দিনের চার ম্যাচে এত ‘শূন্য’ রানের ছড়াছড়ি! দুই দিনে শেষ হয়েছে চারটি ম্যাচ। এই চার ম্যাচেই ১২ জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন খালি হাতে। এদের মধ্যে আবার প্রথম বলেই আউট হয়েছেন চার ব্যাটসম্যান। প্রথম দিনে ঢাকা-রাজশাহীর প্রথম ম্যাচে রাজশাহীর চার ব্যাটসম্যন ফেরেন রানের খাতা খোলার আগে। তারা হলেন- ফজলে মাহমুদ ০ (০), আরাফাত সানী ০ (১) ও মুকিদুল ইসলাম ০(৩)। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে তিন ব্যাটসম্যনের ২ জন বরিশালের আর বাকি একজন খুলনার। বরিশালের মেহেদী মিরাজ ০ (১), সুমন খান ০ (২)। খুলনার ইমরুল কায়েস ০ (২)। দ্বিতীয় দিনের খেলায় খুলনা-রাজশাহীর প্রথম ম্যাচে একমাত্র শূন্য রানের অধিকারী খুলনার ইমরুল কায়েস ০ (৩)। ইমরুল কায়েস দুই ম্যাচ খেলে ফেললেও খুলতে পারেননি রানের খাতা। ঢাকা-চট্টগ্রামের চতুর্থ ম্যাচে ভেঙেছে আগের তিন ম্যাচের রেকর্ড। ঢাকার পাঁচ ব্যাটসম্যানকে খালি হাতে ফেরায় চট্টগ্রামের বোলাররা। এই পাঁচজনে আছেন দেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম, হার্ড হিটার খ্যাতি পাওয়া সাব্বির রহমানও। মুশফিক প্রথম বলে ফিরলেও সাব্বির রহমান ১০ বল খেলেও নিতে পারেননি কোনো রান। এছাড়া রানের খাতা খুলতে পারেননি আবু হায়দার রনি ০ (২), রুবেল হোসেন ০ (৩), মেহেদী হাসান রানা ০(২)। টুর্নামেন্টে বাকি আছে আরও ২০টি ম্যাচ। শেষ পর্যন্ত, এই ‘শূন্য’ রানে ফেরার সংখ্যা ঠিক কততে গিয়ে দাঁড়াবে?

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: