ডেভ হোয়াটমোরের সেরা টেস্ট একাদশে সাকিব

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১২:২১ পিএম
ডেভ হোয়াটমোরের সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যেসব দলের হয়ে খেলেছেন বা কোচিং করিয়েছেন, সেই দলগুলো থেকে নিজের সেরা একাদশ বাছাই করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ। অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের দলের। তার কোচিংয়ে ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছে। বাংলাদেশের উত্থানে বড় অবদানও তার। দ্য ক্রিকেট মান্থলি ম্যাগাজিনে প্রকাশিত এক আর্টিকেলে হোয়াটমোর নিজের সেরা টেস্ট একাদশ প্রকাশ করেন। সনাথ জয়াসুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারাদের সঙ্গে দলে আছেন সাকিবও। একাদশের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে। ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে কোচিং করিয়েছেন হোয়াটমোর। তার সময়কালেই অভিষেক হয় সাকিবের।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: