নতুন জোট গঠনের বিষয়ে যা বললেন নুর

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১১:২৭ পিএম
আমরা এখনো জোট গঠনের কোন চিন্তা করছি না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর। নতুন জোট গঠনের বিষয়ে নুর বলেন, সাকি ভাইসহ (গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি) বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে থাকি। যেহেতু আমাদের রাজনৈতিক দর্শনটা এক। যেমন আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু বাষির্কী পালন করেছি। এছাড়াও আমাদের সঙ্গে সমমনা চিন্তার লোকেরা যোগ দিয়েই থাকেন। যেমন মাহমুদুর রহমান মান্না ভাইয়ের অনুষ্ঠানে আমরা যাই। তবে এখন পর্যন্ত কোন জোট করার চিন্তা করিনি। তিনি আরও বলেন, দেশে যে একটা স্বৈরশাসন চলছে। এই অবৈধ শাসনের হাত থেকে রক্ষা পেতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ছোট দল তাই আমরা জনগণকে ম্যাসেজ দিতে চাই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশের স্বার্থে যেকোন প্লাটফর্মেই দাঁড়াতে প্রস্তুত আছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: