দুই ঘণ্টার ব্যবধানে জার্সিতে পরিবর্তন আনল বিসিবি

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২১, ০৬:২৫ এএম
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সঙ্গে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। দুটি বর্ণিল সময় এক হয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বর্ণিল ভাবে সাজাতে চায় বছরটা। সেই লক্ষ্যে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই উৎসব। সাকিব-তামিমরা গায়ে জড়াবে নতুন জার্সি। যে জার্সিতে রয়েছে শুধুই লাল-সবুজ। এরসঙ্গে যুক্ত হবে স্বাধীনতা অর্জনের বীর মুক্তিযোদ্ধাদের বিজয়ের ছবি। বাদ যায়নি জাতীয় স্মৃতিসৌধও। এরপরও যেন কিছু একটা নেই। সেটা “বাংলাদেশ”। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবির দেয়া জার্সি ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়তে হয় জার্সিতে কেন নেই বাংলাদেশ লেখা। অবশেষে এই সিদ্ধান্ত থেকে সরে এসে যুক্ত করা হয়েছে “বাংলাদেশ”। পুরনো জার্সির প্রায় দুই ঘণ্টা পর দেয়া নতুন জার্সিতে টাইটেল স্পন্সর বেক্সিমকোর নিচ দিয়ে লেখা হয়েছে বাংলাদেশ। যদিও ঠিক কি কারণে জার্সিতে বাংলাদেশ যুক্ত করা হয়নি আগে বা পরে কেন যোগ করা হয়েছে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: