একই কোচিংয়ে পড়তেন সালমান-মৌসুমী

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১, ০৪:২৯ পিএম
সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় আসেন সালমান শাহ ও মৌসুমী। প্রথম ছবিতেই বাজিমাত করেন এই জুটি। ১৯৯৩ সালে ছবিটি মুক্তি পায়। এরপর সালমানের সঙ্গে আরো তিনটি ছবিতে জুটি বেঁধে কাজ করেন মৌসুমী। এগুলো হলো ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’। সবগুলো ছবি ছিল ব্যবসা সফল। আজও চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় হয়ে আছেন এই জুটি। তবে চলচ্চিত্রে আসার আগেও সালমান মৌসুমীর মধ্যে ছিল পরিচয়। কিন্তু এটি জানতেন না নির্মাতা সোহানুর রহমান সোহান। নির্মাতার সঙ্গে প্রথম সাক্ষাতেও সেটি তারা প্রকাশ করেননি। মৌসুমী বলেন, আমি এবং সালমান একই কোচিং সেন্টারে পড়তাম। সে একটা কলেজে পড়তো। আর আমি অন্য স্কুলে। কিন্তু কোচিং সেন্টার ছিল একই। প্রায় এক বছর আমরা একই কোচিং সেন্টারে পড়েছি। আমাদের প্রায়ই দেখা হতো। তবে তেমন কথা হতো না। মৌসুমী আরো জানান, খুব ছোট বেলাতেও তারা দু’জন একই স্কুলে একবার পড়েছেন। ফিল্মে আসার পর সেটি তারা দু’জন জানেন। সালমান প্রয়াত হয়েছেন দীর্ঘ সময়। এদিকে মৌসুমী এখনো সমানতালে অভিনয় করছেন। সম্প্রতি তিনি ‘বাংলার ভাবী’ শিরোনামের একটি ছবির শুটিং শুরু করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: