টুইটারে বাংলায় যা লিখলেন মোদি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ০৫:১৪ এএম
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন আজ ২৩ জানুয়ারি। নেতাজির জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় অনুষ্ঠানে যোগ দেয়ার আগেই ইংরেজির পাশাপাশি বাংলাতেও টুইট করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে করা ওই টুইটে নরেদ্র মোদি লেখেন, ‌‘পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।’ এদিকে আজ সকালেই টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নেতাজি স্মরণে রাজারহাটে একটি সৌধ গড়বে রাজ্য সরকার। পাশাপাশি নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: